প্রতি বছর দুর্গাপূজার আগে উপহার হিসেবে বাংলাদেশ থেকে ভারতে আসে পদ্মার ইলিশ। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে বাংলাদেশ থেকে ৫০ মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকেছে। তবে এবার বাংলাদেশের ইলিশ ঘিরে তেমন উচ্ছ্বাস চোখ পড়ছে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাংলাদেশি ইলিশের চেয়ে পশ্চিমবঙ্গের ক্রেতারা গুজরাট ও মিয়ানমারের ইলিশ কিনছে বেশি। মূলত বাংলাদেশের ইলিশের চড়া দামের কারণেই এমনটা হচ্ছে বলে জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের বাংলাদেশের ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ রুপিতে। অন্যদিকে, প্রায় অর্ধেকেরও কম দামে মিলছে গুজরাট ও মিয়ানমারের ইলিশ। এক কেজির বেশি ওজনের গুজরাট ও মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ রুপিতে। এ কারণেই পূজার আগে বাংলাদেশের ইলিশ কম কিনছে পশ্চিমবঙ্গের বাঙালিরা। এদিকে, এবার দাম বেশি...