সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবট প্রযুক্তি নিয়ে কাজ করতে যৌথভাবে এক ল্যাব চালু করেছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ও আবুধাবি ইনস্টিটিউট। সোমবার আবুধাবির প্রযুক্তি উদ্ভাবন ইনস্টিটিউট ‘টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট’ বা টিআইআই বলেছে, এনভিডিয়ার সঙ্গে মিলে সংযুক্ত আরব আমিরাতে একটি ল্যাব চালু করেছে তারা। এ ল্যাবে পরবর্তী প্রজন্মের এআই মডেল ও রোবোটিক্স প্ল্যাটফর্ম তৈরিতে কাজ চলবে। এক বিবৃতিতে টিআইআই বলেছে, এ যৌথ গবেষণা কেন্দ্রটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম কোনো এআই গবেষণা কেন্দ্র, যেখানে আবু ধাবির গবেষণার সঙ্গে যোগ হয়েছে কোম্পানিটির অত্যাধুনিক এআই প্রযুক্তি ও কম্পিউটিং শক্তি। এখন গোটা বিশ্বের এআই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এনভিডিয়ার চিপ। টিআইআই-এর প্রধান নির্বাহী নাজওয়া আরাজ বলেছেন, চুক্তি অনুসারে, এনভিডিয়ার নির্দিষ্ট ধরনের এজ জিপিইউ চিপ ব্যবহার করতে পারবে আবুধাবির ইনস্টিটিউটটি, যা রোবটিক্সসহ অন্যান্য...