সুপার টাইফুন রাগাসা দেশের উত্তরাঞ্চলে আছড়ে পড়ার পর ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দুর্যোগ মোকাবিলা সংস্থাকে পুরোপুরি সতর্কাবস্থায় থাকতে এবং সরকারের সব সংস্থাকে কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন। পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে বিভিন্ন দেশও ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতির দমকা হাওয়া নিয়ে কাগায়ান প্রদেশের পানুইতান দ্বীপে ৫ মাত্রার এ ঘূর্ণিঝড়টি সোমবার স্থানীয় সময় বিকাল তিনটার দিকে আছড়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি। দমকা বাতাসে তিন মিটারের বেশি (নয় ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া দফতর। বাবুয়ান দ্বীপপুঞ্জে এখনও তীব্র ঝড়ের সঙ্কেত বহাল রয়েছে। বাসিন্দাদেরকে নদী তীর ও উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ সংস্থাগুলোর দেওয়া একাধিক ভিডিও ক্লিপে কাগায়ান প্রদেশের উত্তরে তুমুল বাতাস ও ভারি বৃষ্টির তাণ্ডব দেখা গেছে, বড় বড় ঢেউ...