এ এইচ এম আহসান বলেন, এটা বিটিআরসির বিষয়ও নয়। বিটিআরসি রেগুলেটরের (নিয়ন্ত্রক) ভূমিকা পালন করবে। আর প্রতিযোগিতা কমিশন বাজারে নেতিবাচক প্রভাব দূর করতে তদন্ত করে ব্যবস্থা নেবে। এদিকে, প্রতিযোগিতা কমিশনের এমন রায়ের পর ‘প্রভাবশালী অপারেটর’ হওয়ায় ‘ক্ষমতার অপব্যবহার’ করে গ্রামীণফোন বাজারে অস্বাভাবিক কম দামে বিক্রি করে বাজার দখলের চেষ্টার যে অভিযোগ রবি ও বাংলালিংক করেছে, তা তদন্ত করতে আর বাধা নেই। ফলে খুব শিগগির এ তদন্তকাজ শুরু করবে প্রতিযোগিতা কমিশন। এজন্য শিগগির পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। সেদিন সেখানে বাংলালিংকের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। কমিশনের রায়ে রবি সন্তুষ্ট বলে জানিয়েছেন অপারেটরটির পক্ষের আইনজীবী ব্যারিস্টার সামির সত্তার। তিনি জাগো নিউজকে বলেন, প্রতিযোগিতা কমিশন যুক্তি-তর্ক ও আইনি ধারায় অকাট্য প্রমাণ পাওয়ায় রবির পক্ষে রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, বাজারের নেতিবাচক বিষয় দেখার...