যাকাত ব্যবস্থাপনা পরিদর্শনে আসা আফ্রিকার প্রতিনিধি দল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে। রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এ মতবিনিময় সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) সিইও মোহাম্মদ আইয়ুব মিয়া। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এম কামাল উদ্দীন জসীম ইসলামী ব্যাংকের ‘কল্যাণমুখী কার্যক্রমের ওপর’ সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরসের চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যাকাত, ওয়াক্ফ ও...