জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের ইতিবাচক সিদ্ধান্ত হতে যাচ্ছে তুলে ধরে তুলে ধরে দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সুখবর’ আসছে, আর শাপলা প্রতীকের দাবি ‘ছাড়ছেন না’ তারা। প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সঙ্গে বৈঠকের পর সোমবার বিকালে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, “প্রথমত আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবরর্তী সময়ে। নিবন্ধন প্রক্রিয়ায় একটা ‘পজিটিভ সাইনের’ দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে।” প্রতীকের বিষয়ে দলটি শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার দাবি থেকে সরছে না। নাসীরুদ্দীন বলেন, “আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই তিনটি প্রতীক থেকে আমরা সরছি না। আমরা খোঁজ পাচ্ছি, এ প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। “এনসিপি যে প্রতীকে নিবন্ধন হবে, সেটা অবশ্যই এ তিনটি প্রতীকের মাধ্যমেই (এরমধ্যে...