ঝুঁকি মূল্যায়ন কেন্দ্র করে অধিক সংখ্যক ক্রেডিট রেটিং এজেন্সি (সিআরএ) গড়ে ওঠায় ব্যাংক খাত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন আমেরিকার নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কবির হাসান। তিনি বলেন, দেশের ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা সমর্থন করার জন্য মানহীন রেটিং এই খাতের জন্য খুবই বিপজ্জনক। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনে কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে ‘কি নোট’ প্রেজেন্টেশনে তিনি এ কথা বলেন। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান...