দেশের পানির পাম্প ও মোটরের জগতে দীর্ঘদিনের আস্থার প্রতীক গাজী পাম্পস অ্যান্ড মোটরস টানা দ্বিতীয়বারের মতো পেয়েছে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ সম্মাননা।হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গাজী পাম্পস অ্যান্ড মোটরস-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।গাজী পাম্পস অ্যান্ড মোটরস দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পানির পাম্প ও মোটর খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। শুধু শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পানির সঠিক সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। কৃষি, আবাসন ও শিল্প খাতে তাদের পাম্প ও মোটর ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষ।বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং শিল্পখাতে সেবা দিতে গাজীর পাম্প ও মোটর অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। কৃষক থেকে শুরু করে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান পর্যন্ত গাজীর প্রযুক্তি ও...