মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। কিন্তু দেশের তৈরি পোশাক রপ্তানিতে এখনো তার ইতিবাচক প্রভাব পড়েনি। শিল্প মালিকরা বলছেন, নতুন ক্রয়াদেশে বাড়তি পোশাকের চাহিদা নেই। অর্থনীতিবিদদের মতে, আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় মার্কিন বাজারের আকার সংকুচিত হবে। তাই দীর্ঘমেয়াদে পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা কম। অর্থবছরের প্রথম মাস গত জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানিতে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়। জানুয়ারি-থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয় ৪৯৮ কোটি ডলারের, প্রবৃদ্ধি ২২ শতাংশ। কিন্তু ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কের অনিশ্চয়তায় দেশটির অনেক ক্রেতা ক্রয়াদেশ স্থগিতও করে। যার প্রভাবে মোট পোশাক রপ্তানি আগস্টে পৌনে ৫ শতাংশ কমে যায়। আগের ১৫ শতাংশের সঙ্গে নতুন করে ২০ শতাংশ শুল্ক চেপেছে বাংলাদেশের পোশাকে।...