আমরা বাংলাদেশে বিভিন্ন মিউজিক চ্যানেলে শিল্পীদের আলগা আলগা গান শুনে দীর্ঘদিন অভ্যস্ত। দেশের পাইওনিয়র মিউজিক চ্যানেল জি সিরিজ বেশ আগে থেকেই একটা উদ্যোগ নিয়েছে। "জুক বক্স" শিরোনামে একজন শিল্পীর কয়েকটি নির্বাচিত গান নিয়ে একটা এ্যলবাম তাদের চ্যানেলে দিচ্ছে।এতে করে শ্রোতারা এক সাথে প্রিয় শিল্পীর গানগুলো পাচ্ছেন। জি সিরিজে'র এই উদ্যোগ প্রশংসনীয়।সম্প্রতি জেনস সুমনের ৭ টি গান নিয়ে জুকবক্স এল জি সিরিজ মিউজিকে। দীর্ঘ বিরতি দিয়ে জেনস সুমন ' যদি ভাব তুমি। ' সুস্মিতা ' এই দুটো গান নিয়ে ফিরে এলেন।সুমনের শিরায় প্রবহমান সুর। রক্তে যেমন নিকোটিন, এ্যলকোহল বা ড্রাগস এর রাসায়নিক প্রতিক্রিয়া মিশে থাকে গানও তেমন সুমনের রক্তে।ব্যক্তিগত কিছু আলাপচারিতায় জানি গৃহিণী ঘর সামলান। আর সুমন এক বাউন্ডুলে সংঙ্গীতখোরের জীবন যাপন করেন। জি সিরিজের প্রাণ পুরুষ নাজমুল হক ভূঁইয়া খালেদের...