ভারতীয় সংবাদ মাধ্যমে তুমুল তোলপাড়। হিন্দুস্থান টাইমস বাংলা শিরোনাম করেছে, ‘ক্রিকেটার নাকি ফুলটাইম জঙ্গি?’ আনন্দবাজার শিরোনাম করেছে, ‘অর্ধশতরান করে ‘একে৪৭’ চালানোর কায়দায় উচ্ছ্বাস! সমালোচিত পাক ওপেনার।’ ভারতীয় ক্রিকেট সমর্থকরা অন্তর্জালে সমালোচনায় ধুয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। সৌজন্যে একটি ছবি। এশিয়া কাপ সুপার ফোরে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচের ১০ম ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ব্যাটের হাতল কাঁধের কাছে রেখে ওপেনার সাহিবজাদা ফারহান এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, দেখে যেন মনে হচ্ছিল বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। এখন এই এক ছবি নিয়েই এখন তুমুল বিতর্কের ঝড়। কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যাকাণ্ড এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ও পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’র পর ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক মোটেই...