বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে হাইকোর্টের সে আদেশ কয়েক ঘণ্টার ব্যবধানে স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিসিবির পক্ষ থেকে করা আবেদন শুনানি নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) এই আদেশ দেন চেম্বার জজ আদালত। এর আগে বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিতের আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আরও পড়ুনআরও পড়ুনসাকিবের মতোই ‘ভুল’ পথে পা বাড়াচ্ছেন তামিম? বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত...