আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ক্রিকেট পাড়া। নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে একটি চিঠি পাঠিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই চিঠির কার্যকারিতার ওপর ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্থগিতাদেশ ছাড়াও আরও একটি রুল জারি করেছেন আদালত। যেখানে সরকার ও বসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন বিসিবি সভাপতির চিঠিকে অবৈধ ঘোষণা করা হবে না। শুনানিতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল ও মো. রফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। এর...