ডেঙ্গু এখন বাংলাদেশে একটি পরিচিত এবং ভয়ের নাম। প্রতি বর্ষা মৌসুমে এই রোগটি নতুন করে ছড়িয়ে পড়ে, অনেককে হাসপাতালে নিয়ে যায়, আবার কারও কারও প্রাণও কেড়ে নেয়। কিন্তু সচেতন থাকলে এবং সঠিক সময়ে ব্যবস্থা নিলে ডেঙ্গু থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা সম্ভব। চলুন জেনে নিই ডেঙ্গুর কিছু গুরুত্বপূর্ণ দিক সহজ ভাষায়।ডেঙ্গু কীভাবে ছড়ায়?ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশাগুলো সাধারণত দিনের বেলাতেই কামড়ায়, বিশেষ করে সকাল ও বিকালে। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি এডিস মশার কামড়ে পড়ে, সেই মশা আবার অন্য কাউকে কামড়ালে সে ব্যক্তিও ডেঙ্গুতে আক্রান্ত হয়।আরও পড়ুন :রাতে না খেলে কমবে ওজন! জানুন পুষ্টিবিদের মতআরও পড়ুন :ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদযে ৫ খাবারে নিয়ন্ত্রণে আসবে রক্তচাপএই মশারা মূলত জমে...