দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ভারত–পাকিস্তান লড়াইয়ের মঞ্চে ক্রিকেট ছাড়াও আলোচনায় এসেছে এক অনন্য দৃশ্য। অর্ধশতক পূর্ণ করেই ব্যাট ছেড়ে রাইফেলের মতো ভঙ্গি করলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। দর্শক–সমর্থকরা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেন। মুহূর্তেই তা রূপ নেয় বিতর্কে।অনেকেই ধারণা করেন ভারতকে ব্যঙ্গ করতেই ফারহানের এই উদযাপন। তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন ভিন্ন জানালেন উদযাপনটি মোটেও পরিকল্পিত কিছু ছিল না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সচরাচর হাফসেঞ্চুরি উদযাপন করি না। হঠাৎ মনে হলো কিছু একটা করতে হবে। তখনই এই ভঙ্গি চলে আসে। কেউ কীভাবে নিল, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’ভারত–পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ পরিবেশে ‘একে–৪৭’ ভঙ্গি অনেকের চোখে ছিল সংবেদনশীল। সমালোচকরা এটিকে অনভিপ্রেত বার্তা বলে মনে করছেন। তবে অনেকে এটিকে নিছকই আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।প্রথম দিকে ফখর জামানের...