জুলাই আন্দোলনের মামলায় কারাবন্দি অভিনেতা ও সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। এর আগে গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ফেরদৌস রহমান গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিন শুনানিকালে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়। আসাদুজ্জামান নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। আদালত আগামী ধার্য তারিখ ১২ অক্টোবর জামিন শুনানির দিন...