নরসিংদীর রায়পুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে সোমবার পৌরসভা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয়। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। পূজার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ থাকবে। পূজা কমিটির...