চট্টগ্রামের চন্দনাইশ থেকে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছেন চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, চাকু, তিনটি করে দেশীয় অস্ত্র গুলটি, ১২ প্যাকেট বারুদ ও ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লট এলাহাবাদ ৯নম্বর ওয়ার্ডের আমতল-হাইট মাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মনুচিং মারমা (৪০), মং চালু মারমা (৩৮), লুকু-ম (৩৬), চাইসাও (৪০), লুসাই মারমা (৩০) ও চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবানের চিনিডলুপাড়া এলাকায়। সেনা সূত্র জানা যায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতল- হাইট মাড়া এলাকার একটি পাহাড়ে অস্ত্রধারী ছয়জনের একটি দল আস্তানা গড়ে তোলেন। তারা বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের কাছে থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা করছিলেন। সোমবার সকাল থেকে সন্ত্রাসীর...