ফ্রান্সের প্রায় দুই ডজন টাউন হল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আগে এমন পদক্ষেপ নেওয়া যাবে না।’ জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে প্রেসিডেন্ট ম্যাখোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন। তিনি গত গ্রীষ্মে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ইসরায়েলকে ক্ষুব্ধ করেছিল। তবে ডানপন্থী রিপাবলিকান পার্টির নেতা কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো গত সপ্তাহে এক সার্কুলার জারি করে প্রিফেক্টদের (স্থানীয় শীর্ষ রাষ্ট্রীয় প্রতিনিধি) নির্দেশ দেন যেন ফিলিস্তিনের পতাকা উত্তোলনের বিরোধিতা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সরকারি সেবায় নিরপেক্ষতার নীতি এমন প্রদর্শনকে নিষিদ্ধ করে।’ এ ছাড়া কোনো মেয়র পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিলে তা আদালতে পাঠানো উচিত বলে উল্লেখ করা হয়। ফরাসি প্রেসিডেন্টের জাতিসংঘে ঘোষণার আগেই...