কুষ্টিয়া: ‘আপনারা গাছে পেঁপে দেখছেন, কিন্তু আমি দেখছি টাকা। আমার মনে হচ্ছে গাছে টাকা ঝুঁলছে।এক একটি পেঁপে মানে ১০/২০ টাকার নোট। ’ কথাগুলো বলেছেন ‘টপ লেডি’ জাতের পেঁপে চাষ করা কৃষক জামিরুল ইসলাম। প্রথম চাষেই তিনি পেঁপে থেকে দুই লাখ টাকা লাভের আশা করছেন। জামিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়ায়। মাত্র ৩৫ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন তিনি। সব মিলিয়ে ৫০ হাজার টাকা খরচ করেছেন এবং দুই থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন। ইতিমধ্যে তিনি পেঁপে বিক্রি শুরু করেছেন। জমি থেকেই কাঁচা পেঁপে পাইকারি ১৫ টাকা কেজিতে বিক্রি করে বেশ খুশি জামিরুল। সোমবার (২২ সেপ্টেম্বর) বলিদাপাড়ায় তার বাগান ঘুরে দেখা যায়, গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পেঁপে ধরেছে। ছোট-বড়-মাঝারি সাইজের পেঁপের পাশাপাশি গাছে বেশ ফুলও রয়েছে। এক...