চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি এলাকায় অভিযানে । সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলা গুইল্লা ছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন আরিফ আসমাত জয় এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো– বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকুম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপু অয়ের ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)। স্থানীয় লোকজন জানান, আজ সোমবার সকালে কিছু শ্রমিক পাহাড়ি এলাকায় লেবুর বাগানে কাজ করতে যান। তখন এসব পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে লেবুবাগানের শ্রমিকদের মারধর...