গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটের কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর নতুন বাজার সাহারা মার্কেটে এ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ কর্মী। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হলোন– ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে হঠাৎ বিস্ফোরণ হয়। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন...