নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি আদেশ (জিও) অনুসারে, তিনজন সরকারি কর্মকর্তা ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে চীনে সাত দিনের একটি প্রশিক্ষণ সফরে যাচ্ছেন। অভিযুক্ত কর্মকর্তারা হলেন সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। এই সফর শুরু হবে ২৭ অক্টোবর থেকে। সর্বমোট প্রশিক্ষণ চলবে এক সপ্তাহ। এই যাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, যা ভ্রাম্যমাণ টয়লেট সরবরাহকারী প্রতিষ্ঠান। আদেশে বলা হয়েছে— কর্মকর্তাদের দায়িত্বের অংশ হিসেবে এই প্রশিক্ষণ গ্রহণ করা হবে। তবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, যে প্রতিষ্ঠান বাহক হিসেবে দাঁড়াচ্ছে তার অর্থায়নে বিদেশ সফরে যাওয়া নৈতিক প্রশ্ন তুলছে এবং এটি স্বার্থসংঘাতের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কারণ সরকারি নীতি অনুযায়ী,...