আর মাত্র এক সপ্তাহ পরে ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। এই আসরকে সামনে রেখে আন্তর্জাতিক সিরিজে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলো। কিন্তু সেই সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। তারা প্রস্তুতি সেরেছেন অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের বিপক্ষে ম্যাচ খেলে। তাই বিশ্বকাপের বিমানের ওঠার আগে আক্ষেপ প্রকাশ করতে ভুল করেননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোমবার (২২ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপের কথা জানান জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। তবে বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি আছে, সব কটি আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি, সব সুযোগ-সুবিধা পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে চিন্তা...