নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জানিয়েছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। তিনি ডেইলি এই বিষয়টি রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুক পোস্ট‑এ প্রকাশ করেন। রাশেদ খান বলেন, দুই দল একসাথে কাজ করলে তরুণ সম্প্রদায় একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির জন্ম হবে। তবে এই একীভূত প্রক্রিয়ার পথ অনেক বাধা‑বিপত্তিতে পরিপূর্ণ বাধা সৃষ্টি করছে যারা এই বিষয়ে ব্যাঘাত ঘটাতে চান। তিনি আরও বলেন, এই সংহতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে উভয়পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়া হওয়া জরুরি এবং এক‑অপরকে ছেড়ে দেওয়া ও ছাড় দেওয়া মার্জিতভাবে সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। যদি এই নতুন সম্পর্ক বাস্তবায়ন করা যায়, তবে সাধারণ...