গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, নির্বাচনে তাদের ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন বলেন, ‘গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে এনসিপির সাথে। নিবন্ধন নিয়ে সুখবর আসছে৷ সাদা শাপলা, লাল শাপলা বা শাপলা প্রতীক চায় এনসিপি। এর বাইরে কোনো প্রতীক এনসিপি চায় না। শাপলা প্রতীক বিধিমালায় না থাকলেও প্রয়োজনে ইসি তা আবার সংযুক্ত করবে। শাপলাই চায় এনসিপি।’ এনসিপির এ নেতা আরও বলেন, ‘১৫০ আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা আছে। মাঠ জরিপে এমনটাই দেখা গেছে। নারী, সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা, আলেমদের থেকে প্রার্থী দেবে এনসিপি। কয়েকটি নির্বাচনী জোট হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের জোটে যাচ্ছে না। সামনে দীর্ঘ লড়াই রয়েছে।...