ডিজিটাল যুগে লিখিত বা ইমেজ ফাইল শেয়ার করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো পিডিএফ। এর সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো ডিভাইস বা প্ল্যাটফর্মে ফরম্যাট একই রকম থাকে। তবে অনেক সময় আলাদা আলাদা কয়েকটি পিডিএফকে একসঙ্গে রাখা বেশি সুবিধাজনক হয়। ধরা যাক কোনো ক্লায়েন্টকে একাধিক চুক্তিপত্র পাঠানো কিংবা সব স্ক্যান করা বিল এক জায়গায় সংরক্ষণ করা প্রয়োজন। কারণ যাইহোক, একাধিক পিডিএফকে একত্র করা খুব সহজ যদি সঠিক টুল ব্যবহার জানা থাকে। এ ক্ষেত্রে অ্যাডোবি অ্যাক্রোব্যাট সবচেয়ে সহজ সমাধান দিলেও আরও অনেক বিকল্প রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। অ্যাডোবি অ্যাক্রোব্যাট বহু বছর ধরেই পিডিএফ সম্পাদনা ও ব্যবস্থাপনার কাজ করে আসছে। যদি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন তবে আলাদা কোনো থার্ড-পার্টি টুল ছাড়াই ফাইলগুলো একত্র করা সম্ভব। প্রথমে অ্যাক্রোব্যাট খুলে ‘টুলস’ ট্যাব...