চাকসু নির্বাচনে গতানুগতিক প্যানেলের মাঝে মনোযোগ কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের প্যানেল। সম্প্রীতির বন্ধনে ভিন্নধর্মী দুটি প্যানেল দিয়ে এরইমধ্যে ক্যাম্পাসে সাড়া ফেলেছে তারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদে দলীয় ও স্বতন্ত্র প্যানেলের ভিড়ে নজর কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের দুটি প্যানেল। ছাত্র-ছাত্রীদের দুটি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে আলোচনায় এসেছে তারা। ছাত্রীদের ৫টি হলের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী সবচেয়ে বেশি নওয়াব ফয়জুন্নেসা হলে। প্রায় ৬০ শতাংশই তিন পার্বত্য জেলা থেকে আসা। এর প্রভাব পড়েছে হল সংসদ নির্বাচনেও। বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৪ জন ছাত্রী মিলে ‘হৃদ্যতার বন্ধন’ ব্যানারে ঘোষণা করেছেন প্যানেল। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে একই ধারার প্যানেল দিয়েছে অতীশ দীপংকর হলের ছাত্ররা। এ প্যানেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশপাশি ১৪টি পদে ভোটের লড়াইয়ে আছেন অন্য ধর্মের...