কৃষি উন্নয়নশীল বাংলাদেশের মূল চালিকাশক্তি। কৃষি প্রধান এই দেশে মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশÑঅর্থাৎ প্রায় ১২ কোটি মানুষÑপ্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। বিশ্ব জনসংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং এশিয়ায় পঞ্চম। তাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির অগ্রযাত্রায় কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) প্রায় ১৬ শতাংশ আসে কৃষি খাত থেকে এবং শ্রমশক্তির প্রায় ৪৭ শতাংশ এ খাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশে জনসংখ্যা ক্রমেই বাড়ছে, কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। এই পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক। কৃষিতে সরকারের বাজেটের বড় একটি অংশ ব্যয় হয় ভর্তুকি খাতে এবং এই ভর্তুকির প্রায় ৭৫ শতাংশেরও বেশি ব্যয় হয় রাসায়নিক সারের পেছনে। ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও জীবনচক্রের জন্য ১৭...