আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা যমুনা টিভিতে কর্মরত সাংবাদিক আইয়ুব খানের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আইয়ুব খান সরকার। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এর মধ্যে এজহার নামীয় ৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। এই মামলায় আজ সোমবার রিমান্ড শুনানী হলে বিজ্ঞ আদালত তিন আসামীকে ১ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। উল্লেখ্য গত ১৮ সেপ্টম্বর ভোরে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও দলীয় অবস্থান নিয়ে বিএনপির...