ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার জানিয়ে ডা. আবু জাফর বলেন, ‘দ্রুত হাসপাতালে ভর্তি হলে মৃত্যুর হার কমবে।’এসময় গত কয়েক দিনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানান স্বাস্থ্যের ডিজি।তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এমনটা দেখা যায়। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, জুনে মারা যান ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন এবং সেপ্টেম্বরে মারা যায় ৮৭ জন। সে বছরের জুনে রোগী ভর্তি হয়েছিল ৭৯৮ জন, জুলাইয়ে ২,৬৬৯, আগস্টে ৬,৫২১ এবং সেপ্টেম্বরে ১,৮৯৭ জন।এ পরিসংখ্যান দেখে বলা যায়, সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও ঘটেছে বেশি।তিনি বলেন, ‘জনগণ সচেতন না হলে যত ব্যবস্থাপনাই নেওয়া হোক না কেন, ডেঙ্গুর মতো সংক্রামক রোগ থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন।’সাংবাদিকেদের উদ্দেশে তিনি বলেন, ‘এই রোগ যদি শুরুতেই চিহ্নিত করা না...