উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার জানান, জব্দকৃত সারের মধ্যে রয়েছে ১৭ টন টিএসপি সার (কাল সার) ও ৫ টন এমওপি সার (লাল সার)। অভিযান কালে এসব সারের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জব্দকৃত ৪৪০ বস্তা সার সরকারি সংস্থা কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উৎপাদিত সার।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ বেনজির ইকবাল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ ও উখিয়া থানার উপ পুলিশ পরিদর্শক রিপন চৌধুরী। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ট্রাক সহ ৩৪০ বস্তা টিএসপি ও ১০০ বস্তা এমওপি মোট ৪৪০ বস্তা নন ইউরিয়া সার জব্দ করতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, কিছু অসাধু সার...