বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিসিবি সভাপতির চিঠি কেন অবৈধ নয়, এই বিষয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। তবে আগামি ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল। সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ দ্বৈত বেঞ্চ এই বিষয়ে রিটের শুনানি শেষে এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এনটিভি অনলাইনকে বলেন, ‘জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।...