সাদা বলের ক্রিকেটে পুরনো খেলোয়াড় ফেরার দিনে লাল বলের ক্রিকেটে একটা দু:সংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পায়ের পেশির চোটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। সম্প্রতি ইংল্যান্ডে সাদা বলের সফরে এই চোট পান তিনি। ধারণা করা হচ্ছে, তার সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। লাল বলের দলে ফিরেছেন শিমরন হার্মার। ২০২৩ সালের মার্চের পর তিনি আর কোনো টেস্ট খেলেননি। স্পিন বিভাগে আরও আছেন সেনুরান মুথুসামি ও প্রেনেলান সুব্রায়েন। প্রথম পছন্দের স্পিনার কেশাভ মহারাজকে কেবল দ্বিতীয় টেস্টেই পাওয়া যাবে, কুঁচকির চোটে ভুগছেন তিনি। সব সংস্করণে খেলা ক্রিকেটারদের মধ্যে কর্বিন বশ ও ডেওয়াল্ড ব্রেভিস ছাড়া বাকিদেরকে সাদা বলের দল থেকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সফরে টি-টোয়েন্টির নেতৃত্বে থাকবেন ডেভিড...