আইন-শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন- বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম শান্ত, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুবিধখালী বাজার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি নিখিল রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা...