আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ধরন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের দাবি ও আন্দোলনের হুমকির কারণে একধরনের অনিশ্চয়তা থাকলেও জনগণ মানসিকভাবে প্রস্তুত ভোটের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে অন্যদের কথায় তারা এখন বিশ্বাস করেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আর সেই বিশ্বাসে ভর করেই সারাদেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই হাওয়ার ঢেউ লেগেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেরা আর সাতকানিয়ার ছয় ইউনিয়নে। জাতীয় সংসদে এই নির্বাচনী এলাকার আসন চট্টগ্রাম-১৪। অবশ্য ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এই এলাকার পরিচয় ছিল চট্টগ্রাম-১৩। দেশের প্রায় সব এলাকায় যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা, তখন চন্দনাইশ-সাতকানিয়া নির্বাচনী এলাকার চিত্র কিছুটা ভিন্ন। এখানে ব্যক্তির সাথে রাজনৈতিক দলের লড়াই। সেই ব্যক্তিটি হলেন একসময়ের প্রভাবশালী বিএনপি নেতা, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ। ১৯৮০ সাল থেকে করে ২০০৮ সাল পর্যন্ত যতগুলো...