২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম রাঙ্গামাটির কাউখালী উপজেলার বাসিন্দা জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া আর্থিক অনুদানের চেক হন্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২২সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো: আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঋতুপর্ণার অসুস্থ মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের তিন লক্ষ টাকার চেক ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার নিকট হস্তান্তর করা হয়। কাতার হামলার পর নতুন...