এশিয়া কাপের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্টের পর তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে প্রোটিয়ারা। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজগুলোকে সামনে রেখে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দল ঘোষণা করছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা রক্ষার লড়াই। তবে, টেস্ট সিরিজের দলে নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক বাভুমা পেশির চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টেস্টে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার সাইমন হার্মার। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না কেশব মহারাজ, দ্বিতীয় টেস্টে ফিরবেন তিনি। স্পিন সহায়ক কন্ডিশন মাথায় রেখে স্কোয়াডে সেনুরান মুত্থুস্বামি, প্রেনেলান...