সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড।’ এই সিরিজে ভ্যাপ মুখে নিয়ে একটি ধূমপানের দৃশ্যে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাতেই আপত্তি ভারতের মানবাধিকার কমিশনের। অভিযোগ উঠেছে, রণবীরের ভূমিকার দৃশ্যে সিগারেট খাওয়া নিয়ে কোনও সতর্কীকরণ ছিল না। তাই নায়কের বিরুদ্ধে মুম্বাই পুলিশকে মামলা দায়েরের অনুরোধ করেছে মানবাধিকার কমিশন। আইন অনুযায়ী, প্রতিটি চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য ব্যবহার করার সময় নিচে সতর্কীকরণ জারি করা হয়, যাতে ধূমপান দেখে দর্শক অনুপ্রাণিত না হন। কোনও তারকা ধূমপান নিয়ে দর্শকদের অনুপ্রাণিত করতে পারে না, এটা বেআইনি। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন মুম্বাই পুলিশকে অভিনেতা এবং নেটফ্লিক্সের প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করার আহ্বান জানিয়েছে। অভিযোগকারী বিনয় যোশী কমিশনকে জানিয়েছেন, রণবীরকে কোনও সতর্কতা ছাড়াই ধূমপান করতে দেখা গেছে ছবিতে। কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে একটি...