শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৭:৫৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ: বিধবা ফরিদা বেগম স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকম খুপরি ঘরে বসবাস করেন। মাত্র ২০টি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করেন তিনি।সেই হাঁসও বিল থেকে ধরে নিয়ে রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছে প্রতিবেশী আব্দুল আলীম। জীবনের শেষ সম্বল হাঁসগুলো হারিয়ে দিশেহারা ফরিদা বেগম প্রধানদের দ্বারেদ্বারে ঘুরেও বিচার না পেয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের দ্বারস্থ হন। সেখানেও নির্ধারিত তারিখে অভিযুক্ত আব্দুল আলীম উপস্থিত না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ন্যায় বিচার।অপরদিকে দরিদ্র করিম শেখের স্ত্রী রোকেয়ার ৩৫টি হাঁস, হাফিজুলের স্ত্রী খোদেজার ২৫টি হাঁসও একই ভাবে ধরে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ আব্দুল আলীমের বিরুদ্ধে।ভুক্তভোগীরা জানান, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা...