কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী-শিশুসহ ৮৪ জনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্রসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাহারছড়া ও কচ্ছপিয়ায় এই যৌথ অভিযান চালানো হয়। সোমবার দুপুরে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। আটক পাচারকারীরা হলেন—বাহারছড়ার আব্দুল্লাহ (২১), সাইফুল ইসলাম (২০) ও মো. ইব্রাহিম (২০)। র্যাব-১৫ অধিনায়ক জানান, পাচারকারীরা মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাহাড়ে আটকে রেখেছিল। প্রথমে বাহারছড়া থেকে সন্দেহভাজন একজনকে আটক করার পর চারজনকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি আস্তানা থেকে আরও ৮০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে ১৮ বাংলাদেশি...