চট্টগ্রাম মহানগরের বাজারগুলোতে একের পর এক সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারগুলোতে একের পর এক সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, কাঁকরোল, শসা, কচুর লতি, চিচিঙ্গিা, তিতা করলা, টমেটোসহ বিভিন্ন পদের সবজি। তবে বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। এখন কেজি প্রতি প্রায় দশ টাকা বেড়েছে। বহদ্দারহাটের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে উত্তরবঙ্গে সবজিখেত নষ্ট হওয়াসহ নানা কারণে চট্টগ্রামে সরবরাহ কমে গিয়েছিল। তবে এখন সবজির আড়ত রিয়াজ উদ্দিন বাজারে আগের তুলনায় সবজি বেশি আসছে। এ কারণে আমরাও কম দামে কিনতে পারছি, কম দামে বিক্রি করতে পারছি। একই কথা বলেন কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটের সবজি বিক্রেতা শাহাব উদ্দিন। বহদ্দারহাট, দুই নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটেসহ কয়েকটি বাজার ঘুরে...