সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া শেষ হয়েছে রোববার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ সূচনা হলো। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে এই পূজা। গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক মণ্ডপে হবে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠবে নগরী। প্রতিটি মণ্ডপই থাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে ঢাকা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরদেশের অন্যতম প্রাচীন ঢাকেশ্বরী জাতীয় মন্দির। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী সড়কেই মন্দিরটির অবস্থান। দুর্গাপূজায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। মণ্ডপের ভেতরে ও বাইরে চমৎকারভাবে সাজানো হয়। দেশ-বিদেশ থেকেও ভক্ত দর্শনার্থীরা আসেন ঢাকেশ্বরী মন্দিরে মায়ের...