তিনি বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। শাটডাউনের মধ্যে নির্বাচন আয়োজন করা মানে এটি বানচালের ষড়যন্ত্র।’তিনি আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন করতে হবে। আমরা প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা হতে দেব না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, পূজার ছুটি ও শাটডাউন সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’তিনি যোগ করেন, ‘কোনোভাবেই রাকসু নির্বাচনকে প্রহসনে পরিণত হতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করেই নির্বাচন আয়োজন করতে হবে।’সংবাদ সম্মেলন থেকে জানানো হয়—রাকসু নির্বাচন অবশ্যই হতে হবে। তবে ক্যাম্পাস শাটডাউন রেখে কোনো নির্বাচন করা যাবে না। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পোষ্য কোটা ইস্যুর সমাধান করতে হবে। স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে সবার অংশগ্রহণে নির্বাচন আয়োজন করতে...