কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ। বৈঠক চলাকালে পুলিশ এসে ‘প্রশাসনের অনুমতি নেই’ জানিয়ে সবাইকে স্থান ত্যাগ করতে বলেন। সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক ও চায়নিজ হোটেলের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকটি চলছিল। ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। সভার শুরুতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য রাখেন। পরে, সভার প্রধান অতিথি ঢাকা বিভাগের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ বক্তব্য দেওয়ার সময় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গিয়ে বাধা দেন। জেলা প্রশাসকের অনুমতি নেই অভিযোগ করে তিনি সভাটি বন্ধ রাখতে বলেন। এ সময় প্রধান...