বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে তালতলী উপজেলা বিএনপি। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তালতলী উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নতুন জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে বরগুনায় বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এ কমিটির নেতৃত্ব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।” তারা আরো বলেন উপজেলা বিএনপিতে অন্য দল...