বিরল এক দৃশ্যই দেখা গেছে এমিরেটস স্টেডিয়ামে। বল দখল, সুযোগ তৈরি ও গোলের জন্য শট নেওয়ার মতো সূচকগুলোতে পিছিয়ে পেপ গুয়ার্দিওলার দল। এমন দাপুটে ফুটবল খেলার পরও হারতে বসেছিল আর্সেনাল। যোগ করা সময়ের গোলে হার এড়ায় তারা। এত দুর্দান্ত ফুটবল খেলেও জয় না পাওয়ায় ভীষণ হতাশ কোচ মিকেল আর্তেতা, তবে দারুণ খুশি দলের পারফরম্যান্স নিয়ে। ঘরের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াই শেষ হয় ১-১ সমতায়। শুরুতে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে আর্সেনালকে সমতায় ফেরান গাব্রিয়েল মার্তিনেল্লি। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় শিরোপাধারী লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। পেপ গুয়ার্দিওলার কোচিং করানো কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ বল দখলে রাখার নিজেদেরই রেকর্ড ভেঙেছে আর্সেনাল। ৬৭.২ শতাংশ সময়...