উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট হতে যাওয়া লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায়, রাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।আরো পড়ুন:কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা ছাড়িয়ে গেছেপাহাড়ি ঢলে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত এই পরিস্থিতি মোকাবিলায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি, ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম সক্রিয়ভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। সোমবার ডিএসসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএসসিসির তথ্য অনুযায়ী, গ্রীন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা ইতোমধ্যে...