আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বলভদ্র নদীর উপজেলার ফান্দাউকের সেতুর কাছে চরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।আরো পড়ুন:রাবি উপ-উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনবিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী রাবি উপ-উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী মাহমুদুল ইসলাম উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষে পড়তেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘‘মাহমুদুল ইসলাম গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে ফান্দাউক বাজারে যায়। অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় রবিবার (২১ সেপ্টেম্বর) নাসিরনগর থানায় সাধারণ...