জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় ৪৮তম সাক্ষী দিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুনায়েদকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন। পরে সাংবাবিদকদের প্রশ্নের জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, আলী আহসান জুনায়েদকে আজকে জেরা করেছি। জেরায় বিভিন্ন প্রসঙ্গ এসেছে। শেষ দিকে আমি তাকে প্রশ্ন করেছি, যতগুলো কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোস, ১ আগস্টকে ৩২ জুলাই গণণা করা, সরকার পতনের এক দফার দাবি। যে দাবিগুলো ছিল, এগুলো পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার শেষ ছিল একটা বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরিয়ে দেওয়ার...